SCMS SCMS

ভর্তি সংক্রান্ত নোটিস

অদ্য ০৫/০১/২০১৭ তারিখ সকাল ১০ টায় অনুষ্ঠিত ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদেরকে জানানো যাচ্ছে যে আগামী ০৮/০১/২০১৭ তারিখে সকাল ১০ টায় তাদের ভর্তি শুরু হবে এবং ১০/০১/২০১৭ তারিখ বিকেল ৩ টার মধ্যে ভর্তি হতে হবে। ভর্তির সময়ে মূল প্রবেশ পত্র, মূল প্রশংসা পত্র, মূল নম্বর পত্র ও জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে। ভর্তি হতে ৯৬০/( নয় শত ষাট) টাকা লাগবে।

জেএসসির প্রবেশপত্র আগামী ২৬-১০-২০১৬ তারিখে দেওয়া হবে।

  নোটিশ   তারিখ-২৩-১০-২০১৬

এদ্বারা জেএসসি পরিক্ষার্থী-২০১৬ ছাত্র-ছাত্রীদেরকে জানানো যাইতেছে যে তাদের জেএসসির প্রবেশপত্র আগামী ২৬-১০-২০১৬ তারিখে দেওয়া হবে। এবং ঐদিনে তাদের প্রবেশপত্রটি ভালাভাবে দেখে নিতে হবে। যদি প্রবেশ পত্রটি ভুল থাকে তাহলে তা সংশোধন করার জন্য ঐদিনেই প্রধান শিক্ষক বরাবরে আবেদন করতে হবে। 


     প্রধান শিক্ষক
চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7